Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জনসমূহ

জেলা শিল্পকলা একাডেমি নারায়ণগঞ্জ জাতীয় আশা-আকাঙ্খার সাথে সংগতি রেখে জাতীয় সংস্কৃতি ও কৃষ্টির উন্নয়ন ললিতকলার সমৃদ্ধি, প্রসার ও উন্নয়নের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা সৃষ্টির মাধ্যমে ১৬ কোটি মানুষের মধ্যে শিল্প-সংস্কৃতির প্রবাহ তৈরি করে সৃজনশীল মানবিক বাংলাদেশ স্লোগান নিয়ে কাজ করে থাকে। বিগত ৩ অর্থবছরে শিল্প-সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জাতীয় দিবসসমূহ যথাযথ মর্যাদায় পালন, সংস্কৃতির বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা (নাটক, নৃত্য, তালযন্ত্র, সঙ্গীত, চারুকলা ও আবৃত্তি), বার্ষিক চারুকলা প্রদর্শনী, নাটক, চলচ্চিত্র, আবৃত্তি, সংগীত, নৃত্য, চারুকলাসহ শিল্পের বিভিন্ন শাখায় জেলার শিশু, কিশোর, যুব ও প্রবীণদের অংশগ্রহণে শিল্পযজ্ঞের আয়োজন করা হয়েছে। ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতা, শুদ্ধসুরে জাতীয় সংগীত প্রতিযোগিতা আয়োজন, চলচ্চিত্র উৎসব, স্কুলে বাংলা সঙ্গীত-সংস্কৃতি শিক্ষণ কর্মসূচি পরিচালনা, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ মেমোরী অফ দ্যা ওয়ার্ল্ড হেরিটেজে যুক্ত হওয়ায় এবং স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উন্নয়নশীল দেশে উত্তরণ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন ব্যবস্থাপনা। শিশু চলচ্চিত্র নির্মাণ কর্মশালার আয়োজন; মাদকাসক্তি, জঙ্গীবাদ ও মূল্যবোধের অবক্ষয় রোধে সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা। বিগত ৩ বছরের আয়োজিত উৎসবগুলোর মধ্যে আরও রয়েছে লোকসংস্কৃতি উৎসব ও বই মেলা, ক্ষুদ্র নৃগোষ্ঠা সাংস্কৃতিক উৎসব, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে সাংস্কৃতিক উৎসব, সংগীত উৎসব ও নৃত্য উৎসব, শিল্পের শহর বিষয়ক সাংস্কৃতিক আয়োজন, নদীভিত্তিক সাংস্কৃতিক আয়োজন, উঠান সাংস্কৃতিক অনুষ্ঠান, বটতলা কেন্দ্রিক বাউল গানের আসর, বছরব্যাপী নাট্য প্রদশনী, শিল্পকলা একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী, গুনীজন সম্মাননা প্রদান, রিতু ভিত্তিক অনুষ্ঠান, পহেলা বৈশাখ, বসন্ত উৎসব, বর্ষাবরণ, রবীন্দ্র-নজরুর জন্মজয়ন্তী এবং 'Art Against Corona'  শীর্ষক অনলাইন শিল্পআড্ডার আয়োজন জেলা শিল্পকলা একাডেমির নারায়ণগঞ্জ সাম্প্রতিক উল্লেখযোগ্য অর্জন।